সন্তোষ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, চর সেকান্দর সফিক একাডেমী প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অত্র অঞ্চলের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ এক সুপ্রতিষ্ঠিত ও গর্বিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
আমাদের প্রায় ৬০০ শিক্ষার্থীর মাঝে আমরা নৈতিকতা, মানবিকতা, বিজ্ঞানমনস্কতা ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ে একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি। প্রতিটি ছাত্রছাত্রীর মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আমাদের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করে চলেছেন।
আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা নয়, বরং একজন শিক্ষার্থীকে একজন সুনাগরিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। প্রযুক্তি-সক্ষম, মূল্যবোধসম্পন্ন এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক তৈরিই আমাদের প্রধান অঙ্গীকার।
আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া আমাদের এই পথচলাকে আরো দৃঢ় ও সার্থক করবে—এই প্রত্যাশা রইলো।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
চর সেকান্দর সফিক একাডেমী